ঝিনাইদহে নতুন করে আরও ২৫ জন করোনায় আক্রান্ত : উপসর্গে দুইজনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন আরও ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৮০ জন। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোফাজ্জেল হোসেন (৭৫) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আন্দুলিয়া গ্রামের বিশারত ম-লের ছেলে। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, মঙ্গলবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৮১টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৫টি পজেটিভ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, কালীগঞ্জ উপজেলায় ৫ জন, শৈলকুপা উপজেলায় ২জন, হরিনাকুন্ডু উপজেলায় ৪ জন এবং কোটচাদপুর উপজেলায় ৩ জন। আক্রান্ত ১৩৮০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৬৯ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৯ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২২ জন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, ইসলামিক ফাউন্ডেশন গঠিত ইফা কমিটি এ পর্যন্ত মোট ৪২ জন করোনা আক্রান্ত ও উপসর্গে মৃত হওয়া ব্যক্তির লাশ জানাজা শেষে দাফন সম্পন্ন করেছে।

 

Comments (0)
Add Comment