স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের শাহজাহান আলীকে ফেনসিডিলসহ আটক করেছে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহের ভেটেরিনারি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান আলী (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
ঝিনাইদহ গয়েন্দা সংস্থা ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহগামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি করে ৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আটক করা হয় শাহজাহান আলীকে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।