ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের চাপায় রুলি খাতুন (২৪) নামে এক নারী বাইকার নিহত হয়েছেন। গত পরশু সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের তেঁতুলতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। রুলি খাতুন ঝিনাইদহ সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের নাচনা গ্রামের আনছার আলীর একমাত্র মেয়ে। স্থানীয়রা জানান, ঝিনাইদহের কালিগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে গ্রামে যাচ্ছিলেন বাইকার রুলি। পথে অজ্ঞাত বিপরীত দিক থেকে আসা ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। বারোবাজার হাইওয়ে পুলিশের ওসি আদম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, যশোর-ঝিনাইদহ সড়কের তেঁতুলতলা এলাকায় একটি দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।