ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরে মাঠ থেকে একটি গ্রেনেড উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-৬)। গতকাল বুধবার দুপুরে বাড়িবাথান গ্রামের চরপাড়া মাঠ থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়। আরজেএসএম ৩৬ গ্রেনেডটি র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট ধ্বংস করে। র্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে সদরের চরপাড়া গ্রামের মাঠে পরিত্যক্ত জায়গায় একটি বোমা সাদৃশ্য আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব সেখানে অভিযান চালিয়ে ঘাসের ভেতরে থাকা একটি বোমা উদ্ধার করে। উদ্ধারকৃত বোমাটি আরজেএসএম৩৬ গ্রেনেড বলে র্যাব নিশ্চিত হয়। পরে র্যাবের বোম ডিস্পোজাল ইউনিট গ্রেনেডটি মাঠের মধ্যে ধ্বংস করে। তবে গ্রেনেডটি কে বা কারা এখানে রেখে গেছে সেটি জানাতে পারেনি। অভিযানকালে র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।