স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ জেলা শহরের মুন্সি মার্কেটের নবীন ক্লথ স্টোরের মালিক সাজ্জাদুল ইসলাম (৪৭) ও শৈলকুপার কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল কুমার গাঙ্গুলী করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে। আর বিপুল গাঙ্গুলী মঙ্গলবার রাতে ঝিনাইদহ হাসপাতালে মারা গেছেন।
কাপড় ব্যবসায়ী সাজ্জাদুল ইসলাম ঝিনাইদহ জেলা শহরের আরাপপুর পশ্চিমপাড়ানৱর মৃত আবেদ আলীর ছেলে। ১৪ জুলাই নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ ধরা পড়ে তার। সেই থেকে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন সাজ্জাদুল ইসলাম। ১৯ জুলাই অবস্থার অবনতি ঘটে তার। তাকে ওই দিন বিকালে নেয়া হয় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালেই মৃত্যু হয় তার। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহ সদর উপজেলার ফিল্ড সুপারভাইজার মো.আমিনুল ইসলামের নেতৃত্বে দাফন কমিটির সদস্যরা জানাজা শেষে স্থানীয় আরাপপুর চানপাড়া কবরস্থানে তার মরদেহ দাফন করেন। এ নিয়ে করোনাকালীন ২৮টি মরদেহ দাফন করল ইসলামী ফাউন্ডেশনের দাফন কমিটির সদস্যরা। তবে এখন পর্যন্ত এ কমিটির সদস্যরা কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি বলে জানা গেছে। অপরদিকে শৈলকুপা কৃষি ব্যাংকের কর্মকর্তা বিপুল গাঙ্গুলী আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে তিনি মারা যান।