ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাংক কর্মকর্তার নাম মো. রজব আলী (৬৭) । তার গ্রামের বাড়ি ঝিনা্ইদহ জেলা সদরের কুশাবাড়িয়া গ্রামে। জনতা ব্যাংক বিষয়খালী শাখা থেকে অবসর নেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপ-পরিচালক মো:আব্দুল হামিদ খান জানান, রোববার বিকাল ৪টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। রোববার রাত ৯টার দিকে ওই ব্যক্তির লাশ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ সদর উপজেলার সুপার ফিল্ড সুপার ভাইজার মো.আমিনুল ইসলামের নেতৃত্ব দাফন কমিটির সদস্যরা মরদেহটি দাফন করেন।
উল্লেখ্য, ঝিনাইদহে করোনা আক্রান্ত ও করোনা উপসর্গে মৃত ৩৬ জনের লাশ দাফন সম্পন্ন করা করেছে ঝিনাইদহ ইসলামি ফাউন্ডেশন।