ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের সুতিগ্রামে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে চন্দন দাস (৫) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দুর্ঘটনায় গুরুতর আহত হলে হাসপাতালে নেয়ার পর সাড়ে ৬টা দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ শনিবার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট দেয়া হবে।
গ্রামবাসী জানায়, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সুতিগ্রামের দাসপাড়ার রবেন দাসের ছেলে চন্দন দাস বাড়ির নিকট রাস্তার পাশে খেলা করছিলো। রাস্তা পার হওয়ার সময় একটি ইজিবাইকে চন্দনকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। সে সময় পরিবারের লোকজন শিশুটিতে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মনির হোসেন বলেন, লাশ মর্গে প্রেরণ করা হবে। গতকাল শনিবার ময়নাতদন্তের পর নিকটজনদের কাছে দেয়া হবে। এ ব্যাপারে প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা হবে।

Comments (0)
Add Comment