ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৪৮ জন। আক্রান্তদের মধ্যে শৈলকুপা আ’লীগ নেতা ও উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাবদার মোল্লাসহ তার পরিবারের ৪ সদস্য রয়েছে। এই নিয়ে শৈলকুপায় ৩০ জন করোনায় আক্রান্ত হলেন। এ খবর নিশ্চিত করেছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রাশেদ আল মামুন। সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, গতকাল বুধবার সকালে যশোর ল্যাব থেকে ঝিনাইদহে ৪৯টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৬টি পজেটিভ। আক্রান্তরা হলেন সদর উপজেলায় ৪ কালীগঞ্জ উপজেলায় একজন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডু একজন এবং মহেশপুর উপজেলায় ৪ জন। আক্রান্ত ১৪৮ জনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন।