ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী কারাগারে

ঝিনাইদহ প্রতিনিধি: পলাতক শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীর দুদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় আদালত এলাকায় আনা হয় তাকে। তবে আদালতে তোলা হয়নি তাকে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নিচ তলায় পুলিশের জীপে করে সরাসরি নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি জীপে চড়িয়ে আদালত প্রাঙ্গনে আনা হয় মিয়াজীকে। এর আগে সকাল ৯টার দিকে তাকে নেয়া হয় ঝিনাইদহ সদর হাসপাতালে। সেখানে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করানো হয় তার। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে গ্রেফতার করা হয়।’ গত ১৯ ফেব্রুয়ারি রাতে রুদ্রপুর গ্রামে শ্যামলছায়া পার্ক থেকে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালককে গ্রেফতার করা হয়। এর আগে তাদের অবস্থানের খবরে সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পার্কটির সামনে অবস্থান নেয় উত্তেজিত ছাত্র-জনতা। খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে সাবেক এমপিকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। গত ১৯ ফেব্রুয়ারি সকালে মিয়াজীকে আদালতে হাজির করে দুদিনের রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন। রিমান্ডে কোন তথ্য পাওয়া গেছে কি না সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।