স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
বাংলা মদসহ ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি বীজ উৎপাদন খামারের সামনে থেকে মঙ্গবার রাতে মুন্সি মোহাম্মদ আলী সোহাগ নামে এক কথিত নাগরিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে এক লিটার বাংলা মদ। ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আইসি এসআই মোখলেছুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করেন। মুন্সি মোহাম্মদ আলী সোহাগ ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গ্রামের আওয়াল মুন্সীর ছেলে। ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মোখলেছুর রহমান জানান, চুয়াডাঙ্গা থেকে মাদক দ্রব্য নিয়ে বৈডাঙ্গা ফেরার খবর শুনে আমরা রাস্তায় ওৎ পেতে থাকি। সাধুহাটি বীজ উৎপাদন খামারের গেটের সামনে পৌছালে এক লিটার বাংলা মদসহ মোহাম্মদ আলী সোহাগকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মুন্সি মোহাম্মদ আলী সোহাগের ফেসবুকে তার পরিচয় তুলে ধরা হয়েছে তিনি নাকি কেন্দ্রীয় আওয়ামী নাগরিকলীগ কমিটির সদস্য। এছাড়া আওয়ামী নাগরিক লীগের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ও বঙ্গবন্ধু ইউনিক ক্লাবের আহবায়ক হিসেবে জাহির করা হয়েছে। আবার ঝিনাইদহ সদর উপজেলা যুবলীগের সদস্য হিসেবে পোষ্টারও শোভা পাচ্ছে তার ফেসবুক ওয়ালে। তবে এলাকাবাসি জানায়, মুন্সি মোহাম্মদ আলী সোহাগ দলের নাম ভাঙ্গিয়ে এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজী করে থাকে। তার অত্যাচারে মানুষ অতিষ্ঠ ছিল। খবরের সত্যতা স্বীকার করে এবিষয়ে সাগান্না ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হোসন জানান, মুন্সি মোহাম্মদ আলী সোহাগ আমাদের দলের সক্রিয় কর্মী। সে ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার জন্য কাজ করছিল। মঙ্গলবার রাতে মদসহ ধরা পড়ার পর আমি দেখতে গিয়েছিলাম। পুলিশ তাকে জানিয়েছে তার কাছ থেকে মদ উদ্ধার করা হয়েছে। তাকে মুক্তি দেওয়া সম্ভব নয়। রাতেই পুলিশ মদসহ তাকে আদালতে চালান দিয়েছে।