স্টাফ রিপোর্টার: ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিলসহ দুজন পাচারকারীকে পাকড়াও করেছে বিজিবি। গত পরশু শনিবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর বিজিবির যাদবপুর বিওপির টহলদল অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
বিজিবি জানিয়েছে, আটককৃত দুজনের নিকট থেকে ৫ বোতল ফেনসিডিল, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইলফোন, ৪টি সিম ও দুটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, রাজবাড়ির পাংশা থানার মোরাটের খাঁনদুয়া গ্রামের আনসার মÐলের ছেলে নয়ন মÐল (২২) ও স্বর্ণগড়া গ্রামের আব্দুস সালামের ছেলে শরিফুল ইসলাম (২৫)।
বিজিবি আরও জানিয়েছে, মহেশপুর উপজেলার আনসার মোড় এলাকা দিয়ে মোটরসাইকেলযোগে এরা মাদকদ্রব্য পাচারের সময় পাচারারী দুজন ধরাপড়ে। দুজনকেই মামলাসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।