কার্পাসডাঙ্গা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চয়িাডাঙ্গা জেলা সম্পাদক মন্ডলির সদস্য ও দর্শনা কলেজের সাবেক ভিপি দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের সন্তান কমঃ সিরাজুল হক (৬৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানাগেছে, গত শনিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃতকালে স্ত্রী, ২ সন্তান, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ১১ টার দিকে কুতুবপুর কবরস্থানে জানাযা শেষে মৃতব্যক্তির দাফনকার্য সম্পন্ন হয়। কমঃ সিরাজুল হক কুতুবপুর গ্রামের মৃত খাদেম আলী শেখের ছেলে। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন। এছাড়া তিনি জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য ছিলেন। দর্শনা সরকারি কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি ভিপি নির্বাচিত হয়েছিলেন। কমঃ সিরাজুল হকের মৃত্যুতে কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।