জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে চুয়াডাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার: জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা’ এই সেøাগানকে সামনে রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে লিফলেট বিতরণ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকদের সাথে সাক্ষাৎ করেন তারা। গতকাল বুধবার সকাল ১০টায় লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেন তারা। এ সময় সরকারি ভি.জে স্কুল, সরকারি বালিকা বিদ্যালয়, আদর্শ বালক স্কুল, আদর্শ মহিলা স্কুল, কালেক্টর স্কুল এন্ড কলেজ ও ঝিনুক স্কুলে লিফলেট বিতরণ করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফাহিম উদ্দিন মভিন লিফলেট বিতরণকালে বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন। বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার মুখপাত্র তামান্না খাতুন বলেন, ‘সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হলেও এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেনি। আজ বৃহস্পতিবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে সর্বদলীয় বৈঠক হবে। এতে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলার শাখার আনজুম হাবিবা, মাহবুব ইসলাম আকাশ, মুশফিক, সুমন, মাহিম, রাফিসহ আরো অনেকে।