এমআর বাবু: চুয়াডাঙ্গা-জীবননগর-কালীগঞ্জ সড়কের হাসাদাহ জোড়া মাইল হতে জীবননগর হাসপাতাল পর্যন্ত মহাসড়কের উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে হাসাদাহে এ উন্নয়নকাজের উদ্বোধন করেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে হাজি আলী আজগার টগর এমপি বলেন, হাসাদাহ হতে জীবননগর পর্যন্ত রাস্তাটি নষ্ট হয়েছিলো। যাতায়াত করা কষ্ট সাধ্য হচ্ছিলো। এ অবস্থায় বর্তমান উন্নয়নের সরকার ১০ কোটি টাকা ব্যয়ে এ মহাসড়কটির উন্নয়ন করছে। এর ফলে মানুষের কষ্ট লাঘব হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। সারা দেশজুড়ে উন্নয়ন হচ্ছে। তিনি বলেন, পাশর্^বর্তী রায়পুর ইউনিয়নের চাকলা ও কৃষ্ণপুরে যাতায়াত করা দুঃসাধ্য ছিলো। আজ সে অবস্থার পরিবর্তন হয়েছে। মোটরাসাইকেলও যেখানে যাওয়া যেতো না, সেখানে এখন গাড়ি নিয়েই আনায়সে যাওয়া যাচ্ছে। এছাড়াও হাসাদাহ, মাধবপুরসহ জীবননগর উপজেলা জুড়ে বহু স্কুল, কলেজ ও মাদরাসার উন্নয়ন ঘটেছে। আমর দৃশ্যমান বিল্ডিং দেখতে পাচ্ছি।
সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, ইউরোপে নদীর ভেতর দিয়ে যাতায়াত করতে ট্যানেল নির্মাণ করা হয়। যা নির্মাণ আমাদের জন্য স্বপ্নের ব্যাপার হলেও আজ আমাদের দেশেও ট্যানেল নির্মাণ করা হচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আজ নির্মাণের পথে। করোনা ভাইরাস মোকাবেলাসহ দেশের উন্নয়ন নিয়ে ভারতসহ বিভিন্ন দেশ যখন আমাদের দিকে বিস্ময়ের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে উন্নয়নের এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে মনিষিদের স্মৃতিকে ধরে রাখতে তাদের ভাস্কর্য নির্মাণ করা হলেও আমাদের দেশে ভাস্কর্যকে মূর্তি বানিয়ে তা প্রতিহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, হেফজতে ইসলামী বলেন আর জামায়াতে ইসলামী বলেন আসলেও সবই বিএনপি তথা ফখরুলদের ষড়যন্ত্র বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ভাস্কর্যকে মূর্তি বানানোর যে পাঁয়তারা হেফাজতে ইসলাম করছে সে বিষয়ে সজাগ থাকতে হবে।
সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম। হাসাদাহ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ জসিম উদ্দিন জালালের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জেলা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি রেজাউল ইসলাম, পৌর আওয়াম লীগের সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, বাঁকা ইউপি চেয়ারম্যান আাব্দুল কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, চুয়াডাঙ্গা জেলা পনিষদ সদস্য শফিকুল আলম নান্নু ও হাসাদাহ ইউনিয়ন যুবলীগ নেতা জুম্মাত ম-ল উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা সড়ক বিভাগ ১০ কোটি ৩৩ লাখ ২৭ হাজার ৩৮৪ টাকা ব্যয়ে হাসাদাহ জোড়া মাইল হতে জীবননগর হাসপাতাল পর্যন্ত পিরিয়ডিক মেইনটেনেন্স প্রোগ্রামের (সড়ক-মেজর) আওতায় ডিবিএস ওয়ারিং কোর্সের মাধ্যমে এ উন্নয়ন কাজ করছে। যশোরের মঈনউদ্দিন বাসি লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ বাস্তবায়ন করছে বলে জানা গেছে।