জীবননগর সীমান্তে বিজিবির মদ ও ফেনসিডিল উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার নতুনপাড়া ও গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। গতকাল শনিবার এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ১১৪ বোতল ভারতীয় মদ ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল দুপুর ১টায় নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি টহল দল নতুনপাড়া গ্রামের সাগরের আম বাগানের মধ্যে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামিবিহীন অবস্থায় ১১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এছাড়াও গয়েশপুর বিওপির নায়েক ইকবাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মহেশপুর ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশের সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপরোক্ত মাদকদ্রব্য উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।