জীবননগর মেদিনীপুরে ২২ হাজার পিস ভারতীয় ইয়াবা উদ্ধার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির বিজিবি জওয়ানরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ২২হাজার পিছ ভারতীয় ইয়াবা উদ্ধার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বিওপির জওয়ানরা সীমান্তে অভিযান পরিত্যক্ত অবস্থায় এ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের মিডিয়া সেলের এক প্রেসবিজ্ঞাপ্তিতে জানানো হয়, ব্যাটালিয়নের অধীন জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপির বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান পরিচালনা করে। বিজিবির টহল দল দেখে এসময় মাদক ব্যবসায়ীরা অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা ভারতীয় মাদকদ্রব্যের প্যাকেট ফেলে পালিয়ে যায়। বিজিবির টহল দলটি পরিত্যক্ত প্যাকেটটি উদ্ধার করে এর ভেতর হতে ২২ হাজার পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক বাজার মূল্য ৬৬ লাখ টাকা বলে বিজিবির মিডিয়া সেল সাংবাদিকদের নিশ্চিত করেছে।