জীবননগর বেনীপুর সীমান্ত হতে দুই বাংলাদেশি আটক

জীবননগর ব্যুরো: অবৈধপথে ভারতে অনুপ্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে। বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করে। আটককৃত দুই বাংলােেদশি হলেন-ইমন আলী (২০) ও আকাশ চন্দ্র নন্দী (২০)। আটককৃত দুইজনকে মামলাসহ গতকাল শনিবার জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, দু’জন অবৈধপথে ভারতে অনুপ্রবেশ করছে গোপন এ খবর পায় বেনীপুর বিওপির বিজিবি সদস্যরা। সংবাদের ভিত্তিতে পেপুলবাড়িয়া গ্রামের রফিকুল ইসলামের আমবাগানে অভিযান পরিচালনা করে। হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে যশোর জেলার শার্শা উপজেলার কৃষ্ণপুর গ্রামের সাদেক আলীর ছেলে ইমন আলী ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার গোকলপুর গ্রামের বিপ্লব চন্দ্র নন্দীর ছেলে আকাশ চন্দ্র নন্দীকে আটক করা হয়। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাইফুল দু’জন ধুর আটকের সত্যতা সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।