জীবননগর বালিহুদার সুমন ফেনসিডিলসহ গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭৩ বোতল ফেনসিডিলসহ মাদককারবারী বালিহুদার সুমন আলীকে (৩৭) গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জীবননগর-চ্যাংখালী সড়কের রাজনগরপাড়ার একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুমনকে গতকাল বুধবার চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা বিপিএম-সেবার নির্দেশে জীবননগর উপজেলাতে মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। চলমান এ অভিযানের মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ^াসের নেতৃত্বে এসআই ফিরোজ হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে রাত আনুমানিক ১০টার দিকে জীবননগর-চ্যাংখালী সড়কের রাজনগরস্থ আয়মান ট্রেডার্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। এসময় সন্দেহভাজন উপজেলার বালিহুদা গ্রামের মৃত রেজাউল ইসলামের ছেলে সুমন আলীকে আটক করা হয়। আটকের পর তল্লাসি চালিয়ে তার নিকট থেকে ৭৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক সুমনের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকাল তাকে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ^াস সাংবাদিকদের নিশ্চিত করেছেন।