জীবননগর ব্যুরো: ফুল চাষের প্রসার ও উন্নয়ন নিয়ে চুয়াডাঙ্গা জীবননগরে ফুল চাষিদের সাথে মতবিনিময়সভা করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা গ্রামের মাঠের একটি গোলাপ ফুল ক্ষেতে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি বলেন, দেশে এবং বিদেশে ফুলের ব্যাপক বাজার রয়েছে। এসকল বাজারে ফুল বিক্রি করে দেশি ও বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। এ লক্ষ্যে এখানে ফুল মার্কেট গড়ে তোলা হয়েছে। তিনি ফুল চাষিদের উদ্দেশ্যে বলেন, ফুল চাষের প্রসার ও উন্নয়নে সকল ধরণের কাজ করা হবে।
মতবিনিমসভায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গার অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ রায়, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন ও অতিরিক্ত কৃষি অফিসার আরিফ হোসেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পাভেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় ফুল চাষিদের পক্ষ থেকে বক্তব্য রশিদুল ইসলাম ও খোরশেদ আলম। এছাড়াও বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার মতবিনিময়সভায় বক্তব্য দেন।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মরসুমে জীবননগর উপজেলায় ৫০ হেক্টর বা ৩৭৫ বিঘা জমিতে ফুল চাষ করা হয়েছে। এর মধ্যে কেবলমাত্র ৩৩৫ বিঘা জমিতে গাঁদা ফুলেরই চাষ হয়েছে। বাকি ১৫ বিঘা জমিতে রজনীগন্ধা, গোলাপ ও চন্দ্র মল্লিকা ফুলের চাষ করা হয়েছে বলে উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন জানিয়েছেন।