জীবননগর ব্যুরো: জীবননগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে নতুন কমিটি গঠন করা হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এসএম কামাল উদ্দিন জোয়াদের সভাপতিত্বে এ সাধারণ সভা ও নির্বাচনে এম আর বাবু (দৈনিক ইত্তেফাক/মাথাভাঙ্গা) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে কাজী সামসুর রহমান চঞ্চল (দৈনিক সমকাল/পশ্চিমাঞ্চল)
প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চলসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। এছাড়াও জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গার উপ-পরিচালক এসএম জামিল আহম্মেদ, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, জীবননগর থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজ্জত মির্জা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল, জীবনননগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সাইদুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আশাবুল হক, এসএসসি ১৯৮৮ ব্যাচের পক্ষে শহিদুল ইসলাম ও ইকবাল উদ্দিন একরাম, রেইনবো ইংলিশ গ্রামার স্কুলের পক্ষে আসিফ আনজুম পিয়াস ও রাজা আহাম্মদ প্রমুখ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।