জীবননগর ব্যুরো: আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জীবননগর পৌরসভায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে গতকাল সোমবার পৌরসভা কক্ষে অ্যাডভোকেসিসভার আয়োজন করা হয়। পৌর প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা সভায় সভাপতিত্ব করেন।
অ্যাডভোকেসি সভায় জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ^াস, হাসপাতালের আরএমও ডা. ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন অফিসার নৃপেন্দ্র নাথ বিশ^াস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, উপজেলা প্রকৌশলী মাহবুবউল হক, প্রেসক্লাব সভাপতি এম আর বাবু, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন দলু, অবসরপ্রাপ্ত শিক্ষক নূরুল ইসলাম, পৌর স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার, হাসপাতালের টিকাদান সুপারভাইজার জুলফিক্কার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জীবননগর উপজেলা আহ্বায়ক সোহেল পারভেজ ও মূখ্য সংগঠক ওয়াকিল আহম্মেদ মুত্তাকিন প্রমুখ বক্তব্য রাখেন।
পৌর টিকাদান সুপারভাইজার জামাল উদ্দিন জানান, জীবননগর পৌরসভার ৯টি ওয়ার্ডের ২৫টি কেন্দ্রে ৩ হাজার ১৩২জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ১১মাস বয়সী ৪৩৪ জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ হাজার ৬৮৪ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৪ জন প্রতিবন্ধী শিশুকে ভিাটমিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পৌর প্রশাসক নির্ধারিত দিনে পৌরসভার সকল ওয়ার্ডের অভিভাবকদের তার শিশুদের টিকাদান কেন্দ্রে এনে টিকা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।