জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় কীটনাশক উদ্ধার করেছে। উদ্ধারকৃত কীটনাশক চোরাচালানীরা চোরাই পথে পাচার করে এদেশে নিয়ে আসছিলো। গতকাল শনিবার ভোরে বিজিবি এ অভিযান পরিচালনা করে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার গয়েশপুর বিওপির হাবিলদার কামরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে গোয়ালপাড়া গ্রামের একটি আম বাগানে অভিযান পরিচালনা করেন। এসময় আসামিবিহীন অবস্থায় বিভিন্ন প্রকার ৬৮পিস কীটনাশক উদ্ধার করতে সক্ষম হন। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক সাইফুল ইসলাম উপরোক্ত তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।