জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের একটি টিম উপজেলার গোয়ালপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী নাছিমা খাতুনকে (৫০) গ্রেফতার করেছে। গতকাল বুধবার সকালে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জীবননগর থানাসূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলামের নির্দেশনার আলোকে জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় জীবননগর থানার নবাগত ওসি আব্দুল খালেকের নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টর ভবতোষ রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল সকালে গোয়ালপাড়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ৭শ’ গ্রাম গাঁজাসহ গোয়ালপাড়ার মৃত দাউদ ম-লের মেয়ে নাছিমা খাতুনকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গতকালই চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে