জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ৮টি ইউনিয়নে সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহ্বায়ক কমিটির ১৪ জন সদস্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে তা বাতিলের দাবি জানান। অবিলম্বে ওই কমিটি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। গতকাল শনিবার বিকেলে হাসপাতাল সড়কের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে দাবি করা হয় উপজেলা ছাত্র দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটির গঠন করা হয়। কমিটিতে আহ্বায়ক মামুন পারভেজকে অব্যাহতি দিয়ে যুগ্ম-আহবায়ক জিল্লুর রহমান (ভারপ্রাপ্ত) আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। এই কমিটির ৮ জন যুগ্ম- আহবায়ক ও ৬ জন সদস্যকে না জানিয়ে ভারপ্রাপ্ত আহবায়ক জিল্লুর রহমান ও সদস্য সচিব মকছেদুর রহমান রিমন নিজেদের ইচ্ছেমত ৮টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক মাজেদুল হক, মুরাদ জং, রাজন আহম্মেদ, নাজমুস সালেহীন সাগর, রুবেল হোসেন, কাজুন আহম্মেদ, জুয়েল রানা, আল আমিন, সদস্য মেহেদী হাসান লিপ্টন, তৌফিক আহম্মেদ পল্লব, রিমন খান, রাজু আহম্মেদ পিন্টু, জাকির হোসেন, সাইমমু হোসেন রুবেলসহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।