জীবননগরে সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পাঁচজন গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

জীবননগর থানা সূত্রে জানা যায়, থানার এএসআই ইমামুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত রবিউল ইসলামকে (৪৮) গ্রেফতার করেন। গ্রেফতারকৃত রবিউল ইসলাম উপজেলার পশ্চিম বাড়ান্দী গ্রামের মৃত সুলতান কবিরাজের ছেলে। এসময় বিভিন্ন মামলার আরো চারজন পলাতক আসামিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের মধ্যে অন্যরা হচ্ছে উপজেলার উথলী গ্রামের লাল্টু মিয়ার ছেলে রানা ওরফে সোহেল রানা, নুর হোসেনের ছেলে হামিদ আলী, দেহাটি গ্রামের তোতা মিয়ার ছেলে সাইফুল ইসলাম ও আন্দুলবাড়ীয়া গ্রামের লিটন হোসেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ৫ জনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত আসামিদের গতকালই সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।

 

Comments (0)
Add Comment