জীবননগরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জীবননগর ব্যুরো: চকলেট দেয়ার লোভ দেখিয়ে জীবননগরে ৬ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে। যৌন হয়রানির শিকার শিশুটির পিতা থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত মুদি দোকানি শুকুর আলীকে (৬২) গ্রেফতার করে। গত পরশু সোমবার সন্ধ্যায় জীবননগর পৌর শহরের মহানগর দক্ষিণপাড়ায় যৌন হয়রানির এ ঘটনা ঘটে। জীবননগর থানা সূত্রে এবং যৌন হয়রানির শিকার শিশুটির মা জানায়, সোমবার সন্ধ্যায় তার ছোট বোন অভিযুক্ত শুকুর আলীর মুদি দোকানে মালামাল কিনতে যায়। এ সময় খালার সাথে তার ছোট মেয়েটিও যায়। শুকুর আলী দোকানে ব্যস্ত থাকায় খালা মালামালের মূল্য পরিশোধ করে তা শিশুটির হাতে দেয়ার কথা বলে বাড়ি চলে আসে। দোকানে আর কোন খরিদ্দার না থাকার সুযোগে শুকুর আলী শিশুটিকে চকলেট দেয়ার লোভ দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নেয় এবং বিবস্ত্র করে যৌন হয়রানি করে। ঘটনার পর শিশুটির হাতে কিছু চকলেট দিয়ে বিষয়টি কাওকে না জানানোর জন্য শাসিয়ে দেয়। শিশুটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি খুলে বললে শিশুটির পিতা বাদী হয়ে রাতেই জীবননগর থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে শুকুর আলীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শুকুর আলী জীবননগর পৌর শহরের মহানগর দক্ষিণপাড়ার মৃত আফতার মন্ডলের ছেলে। জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এফ ফয়জুর রহমানের নির্দেশে অভিযুক্ত শুকুর আলীকে রাত ৯টার দিকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার তাকে চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে।