জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে একজন নারীসহ আদালতের ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকালই চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হয়েছে। জীবননগর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেকের নির্দেশে থানা পুলিশের একটি একাধিক টিম অভিযানে নামে। এ সময় এক নারীসহ আদালত হতে ওয়ারেন্টভূক্ত ৩ জনকে গ্রেফতারক৫ৃত করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মনোহরপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মোহাম্মদ সান্টু ও মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে জিনিয়া খাতুন এবং হরিহরনগর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মাদক মামলার আসামি সোহরাব হোসেন রাঙ্গা। আসামিদের গতকালই চুয়াডাঙ্গা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে সূত্রে জানা যায়।