করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রয়োজন সকলের সহযোগিতা
জীবননগর ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলতি লকডাউনে কর্মহীন হয়ে পড়া জীবননগর উপজেলার পাঁচশতাধিক থ্রি-হুইলার, ইজিবাইক ও মিশুক চালককে খাদ্য সহায়তা দিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুম হতে তিনি এ খাদ্য সামগ্রী পরিবহন শ্রমিকদের হাতে তুলে দেন। সংসদ সদস্য তার তহবিল হতে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি আলী আজগার টগর তার দেয়া বক্তব্যে বলেন, দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ১৪দিনের লকডাউন ঘোষণা করে। গত ২৩ জুলাই হতে এ লকডাউন কার্যকর করা হয়। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় শুরুতেই করোনা ভাইরাসের সংক্রমণের হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পায়। ফলে সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করতে হয়। এর ফলে খেটে খাওয়া সাধারণ মানুষ কাজ করতে না পেরে তাদের পরিবার পরিজন নিয়ে অসুবিধার মধ্যে পড়ে। এ অবস্থায় সরকারিভাবে এ উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। লকডাউনের মধ্যেও কিছু ক্ষুদ্র যান চলাচল করায় সংক্রমণের হার কম ছিলো না। ফলে ক্ষুদ্র এ সকল যান বন্ধ করে দেয়া হয়। ফলে বর্তমানে সংক্রমণের হার অনেকটা কমে এসেছে। কিন্তু ক্ষুদ্র এ সকল যান বাহনের চালক ও শ্রমিকদের আয় রোজগার না থাকায় আজ তাদেরকে আমার পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
দুপুরে উপজেলা হলরুমে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি করে ডাল, পেঁয়াজ, লবণ ও সয়াবিন তেল রয়েছে বলে জানা গেছে।