জীবননগর ব্যুরো: জীবননগরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি কাঠের দোকান পুড়ে ভষ্মিভূত হয়েছে। আগুনে দোকানে থাকা কয়েক লাখ টাকার কাঠ পুড়ে ছাই হয়ে যাওয়ায় দোকান মালিক বদর উদ্দিন ওরফে বদে সর্বশান্ত হয়ে পড়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অগ্নিকা-ের এ ঘটনা ঘটে। দোকান মালিকের দাবি শক্রতা করে কেউ পরিকল্পিতভাবে তার কাঠের গোলাতে এ আগুন দিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী নাজমুল হক জানান, তারা কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে রাতে বাসযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৩টার দিকে জীবননগর শহরের হাসপাতাল সড়কের কাঠের দোকানটি দাউ-দাউ করে আগুন জ্বলতে দেখেন। এসময় তারা বাসটি থামিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকান মালিক বদর উদ্দিন বলেন, রাতে খবর পেয়ে দোকানে এসে দেখি সব শেষ হয়ে গেছে। দোকানটির ভেতরে থাকা ৮ লাক্ষাধিক টাকার সাইজ কাঠ পুড়ে গেছে। আমার ধারণা শত্রুতা করে কেউ দোকানে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক জানান, ক্ষতিগ্রস্ত দোকান মালিক বদরউদ্দিন একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।