জীবননগরে গাঁজা ও টাকাসহ নারীসহ দুজন আটক

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার মোক্তারপুরে গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেেেছ। গতকাল শনিবার দুপুরে অভিযানকালে ২ কেজি গাঁজা ও ১৮ হাজার টাকাসহ উপজেলার মাধবখালীর আব্দুর রহমানকে (৫৫) এক নারীসহ আটক করা হয়।

থানাসূত্রে জানা যায়, জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া-মোক্তারপুর গ্রামীণ সড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার করা হবে গোপন এ সংবাদ পান জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার জন্য দুপুরে তিনি থানার একটি টিমকে মোক্তারপুরে সড়কে পাঠান। দুপুর দেড়টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের খাপাড়ার মৃত বাকের আলীর ছেলে মোহাম্মদ রহমানকে ১৮ হাজার টাকা ও ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। এসময় আটক করা হয় তার সঙ্গী এক নারীকে। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে থানা থেকে নিশ্চিত করা হয়েছে।

Comments (0)
Add Comment