জীবননগরে খালের মুখ ভরাট করে রাতারাতি রাস্তা

বিক্ষুদ্ধ এলাকাবাসী : অবিলম্বে রাস্তাসহ মাটি অপসারণের দাবি

জীবননগর ব্যুরো: জীবননগর শহরের দত্তনগর রোডে অবস্থিত খালের মুখ রাতারাতি মাটি দিয়ে ভরাট করে রাস্তা নির্মাণ করা হয়েছে। খালের মুখ বন্ধ করে এ রাস্তা নির্মাণের ফলে বর্ষাকালে জীবননগর পৌরসভার ৭নং ও ৮নং ওয়ার্ড জলমগ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। কোন রকম প্রশাসনিক অনুমতি ছাড়ায় খালের পাড়ের জমি মালিক ওয়ালিয়ার রহমান এ রাস্তা নির্মাণ করেছেন বলে অভিযোগ। এ রাস্তা নির্মাণ করায় বিক্ষুদ্ধ এলাকাবাসী গতকাল সোমবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে এর তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে ভরাটকৃত মাটি অপসারণের দাবি জানান। বিষয়টি প্রতিবাদী এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর উদ্যোগ গ্রহণ করেছেন।
অভিযোগে জানা যায়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সামন্তা গ্রামের বাসিন্দা ওয়ালিয়ার রহমান জীবননগর শহরের দৌলৎগঞ্জপাড়ায় থেকে ব্যবসা পরিচালনা করে থাকেন। তিনি শহরের দত্তনগর সড়কের ধারে অবস্থিত খালের মুখের পূর্বপাশে জমি কিনেছেন। ওই জমিতে যাতায়াতের জন্য তিনি কোন প্রকার প্রশাসনিক অনুমতি ছাড়াই খালের মুখে প্রায় ১৫ ফুট চওড়া করে ৭০ ফুট লম্বা জায়গা মাটি দিয়ে রাতারাতি ভরাট করে রাস্তা তৈরী করেছেন। এ রাস্তা তৈরী করার ফলে বর্ষাকালে জীবননগর পৌরসভার ৭নং ওয়ার্ডের পোস্টঅফিসপাড়া, হাইস্কুলপাড়া, শাপলাকলিপাড়া ও ৮নং ওয়ার্ডের বসুতিপাড়া এবং আঁশতলাপাড়া জলমগ্ন হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় বিক্ষুদ্ধ এলাকাবাসী গতকাল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধভাবে খালের মুখ বন্ধ করে রাস্তা নির্মাণ করার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে খালের মুখের অপসারণ করে পানি প্রবাহ স্বাভাবিক রাখার দাবি করা হয়েছে। এলাকাবাসীর মধ্যে পৌর বিএনপির সভাপতি শাহজাহান কবির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, বিএনপি নেতা আবুল হোসেন তোয়া, মজনুর রহমান, আক্তারুজ্জামান আক্তার, শফিকুল ইসলাম খোকা, আশরাফুল ইসলাম, লাল মোহাম্মদ, মিজানুর রহমান মিজা, আল ইমরান, মুকুল হোসেন, মিনা প্রমুখ উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম খোকা বলেন, অবৈধভাবে এ বাধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বর্ষাকালে আমরা জলাবদ্ধ হয়ে পড়বো। তিনি অবিলম্বে অবৈধ এ রাস্তা অপসারণ করার দাবি জানান। বিএনপি নেতা আক্তারুজ্জামান আক্তার বলেন, বিষয়টি তারা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অভিযুক্ত ওয়ালিয়ার রহমান বলেন, বিষয়টি তিনি না বুঝে করে ফেলেছেন। অসুবিধা হলে সুবিধা করার জন্য যা করার প্রয়োজন তা করা হবে।