জীবননগরে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দিনব্যাপি উপজেলা শহরের দৌলৎগঞ্জ সরকারি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জীবননগর স্টেডিয়াম মাঠে উপজেলার ৭১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সুভাষ চন্দ্র ঘোষ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফিরোজুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহরিয়ার কবির, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি মশিউর রহমান। অনুষ্ঠানে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন, কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস, সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক খালিদ হোসেন, পুরাতন তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিয়ার রহমান, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে শিক্ষার্থীদের মাঝে উপস্থিত বক্তৃতা, দৌঁড় প্রতিযোগিতা, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বল নিক্ষেপ, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. আল-আমীন।