আন্দুলবাড়িয়া প্রতিনিধি: রাস্তার ধারে খেলতে গিয়ে পাখি ভ্যানের ধাঁক্কায় জুবায়ের হোসেন নামে দুই বছরের অবুঝ শিশুর মর্মান্তিক মূত্যু ঘটেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জীবননগরের শাহাপুর-সাফদারপুর সড়কের ঘুগরাগাছি তাঁতির পুকুর মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। অবুঝ শিশু জুবায়ের হোসেন ঘুগরাগাছি উত্তরপাড়্র নাসির উদ্দিনের ছেলে। দুর্ঘটনা ঘটিয়ে পাখিভ্যান নিয়ে চালক পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিশু জুবাইয়ের হোসেন বাড়ির সামনে সড়ক পথের পাশে খেলছিলো। এ সময় অজ্ঞাত পাখিভ্যান চালক যাত্রী নিয়ে সাফদারপুর অভিমুখে যাচ্ছিলো। পথিমধ্যে ঘুগরাগাছি তাঁতির পুকুর মোড়ে পৌঁছুলে পাখিভ্যান চালক নিয়ন্ত্রন হারিয়ে অবুঝ শিশু জুবায়েরকে ধাঁক্কা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় শিশু জুবায়েরকে স্বজন উদ্ধার করে স্থানীয় চিকিৎকের নিকট নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন। শাহাপুর ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন লাশের সুরতহাল রিপোট প্রস্তুত করেন। স্বজনদের কোন আপত্তি না থাকায় পুলিশ সুপারের নির্দেশে ময়না তদন্ত ছাড়ায় তিনি লাশ দাফন করার অনুমতি দেন। বাদ আছর নিধিকুন্ড ঈদগা ময়দানে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে জুবায়ের হোসেনের লাশ দাফন করা হয়। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমূত্যু মামলা দায়ের হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন মাথাভাঙ্গাকে বলেন, দিনভর অনুসন্ধান চালিয়ে অভিযুক্ত পাখিভ্যান চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।