জীবননগরের কডিকে ও মনোহরপুর যৌথ কৃষক সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি

স্টাফ রিপোর্টার: কৃষিনির্ভর বাংলাদেশ’ এবং ‘কৃষি রপ্তানি নির্ভর বাংলাদেশ’ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ বার্তাটি কৃষকদের মাঝে পৌঁছে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জীবননগর উপজেলার কেডিকে ও মনোহরপুর যৌথ উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জীবননগর উপেজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল হামিদ। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। জীবননগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব সানোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম-আহ্বায়ক তারিকুল ইসলাম জোয়ারদার বিলু, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সাজাহান আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ময়েন উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সারাদেশে কৃষকদের সংগঠিত করার লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনে করেন- কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই তিনি কৃষিনির্ভর বাংলাদেশ গড়তে চান। পতিত শেখ হাসিনার সরকারের আমলে দেশে কৃষকের কোনো মূল্য ছিলো না। তারা তাদের কষ্টার্জিত ফসলের মূল্য পায়নি। বরং দেশের দুই-তৃতীয়াংশ খেটে খাওয়া মানুষকে বিনা কারণে জেলে যেতে হয়েছে। সমাবেশ থেকে আগামী নির্বাচনে দেশকে রক্ষা করতে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনা পালিয়েছেন। তার ৩০০ সংসদ সদস্যও পালিয়েছেন। বিএনপি রাজনীতি করে জনগণের জন্য। বিগত ১৭ বছর অত্যাচার নির্যাতনের পরও বিএনপির কোনো নেতাকর্মী পালিয়ে যায়নি। নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে ছিলো, কৃষকের পাশে ছিলো।’ ‘বিগত সরকারের আমলে কৃষকদের পাশে কেউ দাঁড়ায়নি। শেখ হাসিনা বিভিন্নভাবে লুটপাট করেছেন। কৃষকরা তাদের পণ্যের সঠিক মূল্য পায়নি। বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের পাশে থাকবে। কৃষি পণ্যের সঠিক মূল্য পাবেন কৃষকরা।’