জীবননগরের উথলী রেলওয়ে স্টেশনের অদূরে প্রতিবন্ধী কিশোরের মোবাইল ছিনতাই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সিদ্দিকুর রহমান (১৪) নামে এক প্রতিবন্ধী কিশোরকে মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে মোবাইলফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার উথলী রেলওয়ে স্টেশনের অদূরে এ ঘটনা ঘটে। এ সময় সিদ্দিকুর রহমানের সাথে থাকা শুকুর আলী নামে এক কিশোর পালিয়ে রক্ষা পায়। পরে স্থানীয়দের খবর দিলে আহত সিদ্দিকুর রহমানকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে চিকিৎসা ক্ষতস্থানে ১০-১৩ টা সেলাই প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান।
স্থানীয়রা জানায়, ছোট থেকেই কিশোর সিদ্দিকুর রহমানকে উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মজিদ ময়রার ছেলে হোটেল ব্যবসায়ী নাসির উদ্দিন দেখাশোনা করে আসছে। শনিবার রাতে উথলী বাজারের নাসিরের হোটেল থেকে সিদ্দিকুর রহমান ও তার বন্ধু শুকুর আলী সেনেরহুদা গ্রামে যাচ্ছিলো। এ সময় উথলী রেলওয়ে স্টেশননের অদূরে পৌঁছুলে দুই যুবক তাদের পথ গতিরোধ করে এবং সিদ্দিকুর রহমানের এন্ডোয়েট মোবাইলফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সিদ্দিকুর রহমান তার মোবাইল ফোন না দিলে একটি মদের বোতল দিয়ে তার মাথায় আঘাত করে মোবাইলটি ছিনিয়ে নিলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এসময় ভয়ে শুকুর আলী পালিয়ে গিয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় আহত সিদ্দিকুরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হোটেল ব্যবসায়ী নাসির উদ্দীন বলেন, আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনস্থানে ১০-১৩ টা সেলাই দিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
জীবননগর থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জিয়াউর রহমান স্থানীদের বরাত দিয়ে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। মদের বোতল দিয়ে মাথায় আঘাত করে প্রতিবন্ধী কিশোর সিদ্দিকুর রহমানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

Comments (0)
Add Comment