জীবননগরের উথলীতে তিন মোটরসাইকেল চালককে জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। গতকাল রোববার মোবাইল কোর্ট পরিচালনাকালে হেলমেটবিহীনভাবে মোটরসাইকেল চালনা করায় ৩ মোটরসাইকেল চালককে ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র জীবননগর-চুয়াডাঙ্গা মহাসড়কের উথলীতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালনা করায় ৩জন মোটরসাইকেল চালককে ৫শ’ টাকা করে ১ হাজার ৫শ’ টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা পরিশোধ করে নিজেদের দ-ের হাত থেকে মুক্ত করেন। এ সময় বেশকিছু মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করেন। জীবননগর থানা পুলিশের একটি টিম এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।

Comments (0)
Add Comment