বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে ৪ জন আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) হাতে এক নারীসহ ৪ জন আটক হয়েছে। আটককৃতরা হলো- মাগুরা জেলার সদর থানার দক্ষিণ শিমুলিয়া গ্রামের সুমন্ত বিশ্বাসের ছেলে সুভোন বিশ্বাস (২৪), তার স্ত্রী প্রিয়াংকা বিশ্বাস (২২), একই গ্রামের অযুদ্ধ বিশ্বাসের ছেলে সুরঞ্জিত বিশ্বাস (২২) এবং নির্পেন বিশ্বাসের ছেলে তরুন বিশ্বাস (২৩)।
আজ সোমবার বেলা সাড়ে ১০ টার সময় বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষে সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজিবির মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিন জীবননগর বিওপির সদস্যরা আজ সোমবার সকাল সাড়ে ৮ টার সময় জীবননগর সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে করিমপুর বাজারের বাবু মিয়ার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ওই ৪ বাংলাদেশী নাগরিককে আটক করে। আটককৃতরা ভারত হতে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আটককৃত বাংলাদেশী নাগরিকদের ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলাসহ জীবননগর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Comments (0)
Add Comment