জীবননগরের আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

পুনরায় সভাপতি নারায়ণ ভৌমিক সাধারণ সম্পাদক দাউদ হোসেন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। আহ্বায়ক ডা. মীর আনিছুজ্জামানের সভাপতিত্বে দ্বি-বার্ষিক নির্বাচনে সর্ব সম্মতিক্রমে পুনরায় নারায়ণ ভৌমিককে সভাপতি ও মো. দাউদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মীর আনিছুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান ইয়াসিন উল্লাহ, কোষাধ্যক্ষ মামুন খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক খাজির আহম্মেদ ও দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন রোপন। কার্য নিবার্হী সদস্য নাঈমুর রহমান খান, মাহামুদুল ইসলাম ও কামাল হোসেন। সদস্য ফজলুর রহমান খান, স্বপন হালদার, শফিকুল ইসলাম, সামাউল ইসলাম ও আকছেদুল রহমান ও নয়ন প্রমুখ।