জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভিজিএফ’র চাল বিতরণ

জীবননগরের আন্দুলবাড়িয়ায় ভিজিএফ’র চাল বিতরণ

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ইউনিয়নের অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় জীবননগরের আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটন। জীবননগর উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুল হালিম, ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, জামায়াতে ইসলামী দলের সাবেক ইউনিয়ন আমির হারুন অর রশিদ, ইউপি সদস্য শেখ আতিয়ার রহমান, নুরুল ইসলাম খোকা, জহুরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, ইউপি সচিব জাকির হোসেন, যুবদল নেতা শমসের আলী ও মোল্লা হাচিবুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান জানান, ইউনিয়নের এক হাজার ৭৭৩জন তালিকাভুক্ত অসহায়, দুস্থ ও এতিম নারী-পুরুষের মাঝে বরাদ্দকৃত এ চাল বিতরণ করা হয়।