হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড নতুন চাকলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নতুন চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মতিয়ার রহমান, রেজাউল ইসলাম, জীবননগর উপজেলা নারীনেত্রী পেয়ারা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মইন উদ্দীন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, রায়পুর ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম রফি, সিনিয়ন সহ-সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বপন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী প্রমুখ। এছাড়াও ৮নং ওয়ার্ড বিএনপি নেতা আবুল করিম বিশ্বাস, তরিকুল ইসলাম, রেজাউল ইসলাম, মইদুল ইসলাম, রবিউল ইসলাম, সুলতান আহম্মেদসহ যুবদল, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান।