স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় দোয়া, আলোচনাসভা ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল ও মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে পৃথকভাবে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে সদর উপজেলার মাখালডাঙ্গা, শঙ্করচন্দ্র, পদ্মবিলা, কুতুবপুর, মোমিনপুর ও আলোকদিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে স্বাস্থবিধি মেনে গফরব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে বিকেলে পুরাতন ঝিনাইদাহ বাসস্ট্যান্ডে কুরআন খতম, দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সহসভাপতি সোহেল আহাম্মেদ মালিক সুজন, দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক, সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহদফতর সম্পাদক হাসান বিশ্বাস আশা, ক্রীড়া সম্পাদক আহনাফ শাহরিয়া সনি, মৎস্য ও পশু পালন বিষয়ক সম্পাদক সোহেল রানা টুটুল, জেলা যুবদলের সদস্য এমদাদুল হক এমদাদ, এখলাছ আহম্মেদ, নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহবায়ক রাহাত হাসান মালিক রাজিব, সদস্য সচিব সাজেদুর রহমান মিলন, যুগ্মআহবায়ক হাসমত আলী, রায়হানুল ইসলাম কাজল, মোস্তফা আহসাফ রকি, চুয়াডাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি, যুগ্মআহ্বায়ক মিলন আলী লিমন, সোলাইমান হক, বাচ্চু, সদর উপজেলা যুবদলের সদস্য নাজমুল হোসেন, মানোয়ার, আব্দুল মতিন খোকন, আসাদুজ্জামান টিটু, মওলা, সেলু বিশ্বাস, শাহ জামাল, আসাদুল্লাহ, জাহাঙ্গীর, হামিদুল, জিয়া, মিনারুল, সাজিম শেখ, মুনসুর, কামাল হোসেন, বাবুল, বাবু ডাক্তার, মিজা, রফিক, লিটন, টোকন, টুটুল, ইসমাইল, সাদ্দাম, রিংকু, শান্ত, বদরুল, মাহফুজ, মতিয়ার, জয়নাল, সোহেল, রতন, আতিয়ার, আলী, আলামিন প্রমুখ।
অপরদিকে, জেলা যুবদলের সদস্য বশির আহমেদ শিবলু এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে দোয়া ও খাবার বিতরণের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের আহ্বায়ক রাহাত হাসান মালিক রাজিব। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্মসম্পাদক নূর নবী ছামদানী। প্রধান বক্তা ছিলেন শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন। উপস্থিত ছিলেন উলামা দলের সদস্য সচিব মাও. আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলম, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি বকুল হোসেন, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সহসাংগঠনিক সম্পাদক সুমন আলী, জেলা যুবদলের সদস্য বশির আহমেদ শিবলু, সদর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক হাসমত আলী, সদস্য নাজমুল হোসেন, শাহজামাল, সেলু বিশ্বাস, জাহাঙ্গীর আলম, সেজিম, তারেক জিয়া প্রজন্মদলের চুয়াডাঙ্গা জেলা শাখার কোষাধ্যক্ষ সাদ্দাম হোসেন, মাখালডাঙ্গা ইউনিয়ন যুবদল নেতা জিয়া, মিনারুল, রিংকু, শিপন, প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব সাজেদুর রহমান মিলন।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মঞ্জুরুল জাহিদ, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মামুন, সহসভাপতি শেখ শাহবাজ সুজন, যুগ্মসম্পাদক ইকলাস মুন রায়হান, জমির উদ্দীন, সহদফতর সম্পাদক সোহেল রানা, সহ যোগাযোগ সম্পাদক নাজমুল হুসাইন, সহসাংস্কৃতিক সম্পাদক মামুন হোসেন, সহছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক রফিক হোসেন সদস্য রিমন হোসেন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাকিব আল হাসান, থানা ছাত্রদলের সদস্য নাজিম উদ্দীন পৌর ছাত্রদলের সদস্য অনিক, রানা, বাবুল হোসেন, রফিকুল ইসলাম আরিফুল ইসলাম প্রমুখ।