জিআইএস উপকেন্দ্র নির্মাণে ৩ একর জমি বিদ্যুৎ বিভাগে হস্তান্তর

 

মেহেরপুর অফিস: ঢাকা এন্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গ্রীড এক্সপ্যানশন প্রোজেক্টের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় ১৩২/৩৩ কেভি জিআইএস উপকেন্দ্র নির্মাণের লক্ষে অধিগ্রহণকৃত ৩ একর জমি বিদ্যুৎ বিভাগের (পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ) নিকট হস্তান্তর করা হয়েছে।

গতকাল বুধবার মেহেরপুরে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান উপস্থিত থেকে জমি হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, ওজোপাডিকো নির্বাহী প্রকৌশলী মো. তোফাজ্জেল হোসেন প্রমূূখ সেখানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনার অংশ হিসেবে স্থাপিত এই গ্রিডের মাধ্যমে এ জেলার আগামী দিনের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

Comments (0)
Add Comment