জানাজা থেকে ফেরার পথে লাশ হলেন বৃদ্ধ

গাংনীতে ট্রাক্টর ট্রলি ওভারটেক করতে গিয়ে বিপত্তি

গাংনী প্রতিনিধি: চাচির জানাজা সম্পন্ন করে বাড়ি ফেরার পথে আয়ুব হোসেন (৬৫) নামের এক কৃষক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মোটর সাইকেলের সাথে ইজিবাইকের ধাক্কায় ট্রাক্টর ট্রলির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি। গতকাল সোমবার দুপুরে মেহেরপুরের গাংনীর ঈদগাহপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আয়ুব হোসেন গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী গ্রামে আয়ুব আলীর চাচী মারা যায়। ছেলে তোহিদুল ইসলামের মোটর সাইকেলেযোগে কালগাংনী গ্রামে চাচীর জানাজা শেষে বাড়ি ফিরছিলেন আয়ুব হোসেন। গাংনী-হাটবোয়ালিয়া সড়কে গাংনী ঈদগাহপাড়ায় পৌছান আয়ুব আলী ও তার ছেলে তোহিদুল। এসময় মাটি বহনকারী একটি ট্রাক্টর ট্রলিকে ওভারট্রাক করার চেষ্টা করে তোহিদুল। এ সময় সামনে থেকে আসা ব্যাটারিচালিত ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এসে মোটর সাইকেল ছিটকে পড়েন চলন্ত ট্রাক্টর ট্রলির চাকার নিচে। এতে গুরুতর জখম হন তিনি। স্থানীয় লোকজন আয়ুব হোসেনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান নিহতের ছেলে তোহিদুল ইসলাম। সামান্য আহত অবস্থায় তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

নিহত আয়ুব হোসেনের ছেলে মোটরসাইকেল চালক তোহিদুল ইসলাম জানান, জানাজা শেষে তার বাবা গিয়েছিলেন গাড়াবাড়ীয়া গ্রামে জামাই বাড়ী। কোরবানির ঈদে জামাই মেয়েকে দাওয়াত দেয়া শেষে মোটর সাইকেলযোগে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। ঘটনাস্থলে পৌঁছুলে একটি ট্রাক্টর ট্রলি তার সামনে পাড়ে। ট্রাক্টর ট্রলি আস্তে চলার কারনে তোহিদুল তা ওভারটেক করছিলেন। এসময় সামনে থেকে আসা যাত্রীবোঝাই একটি ইজিবাইক কাছাকাছি চলে আসে। ইজিবাইকের সঙ্গে মোটর সাইকেলের লুকিং গ্লাস বেঁধে নিয়ন্ত্রণ হারান তোহিদুল। মোটরসাইকেল নিয়ে তোহিদুল একদিকে ছিটকে পড়েন আর তার পিতা পড়েন ট্রাক্টর ট্রলির চাকার নিচে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, দুর্ঘটনার জন্য দায়ী ইজিবাইক ও ট্রাক্টর ট্রলি আটকের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment