জাতীয় স্থানীয় সরকার দিবসে চুয়াডাঙ্গা-মেহেরপুরের র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত জনসাধারণ নিশ্চিতভাবে সেবা পায় সেদিকে সকলকে সজাগ থাকার আহ্বান

স্টাপ রিপোর্টার: ‘তরুণদের দেশ গড়ার অঙ্গীকার, জনসেবায় স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ সারাদেশে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা বলেন, স্থানীয় সরকারকে সীমিত সম্পদের মধ্যে চলতে হয়। এজন্য জনগণের সকল সেবা যথাযথ বাস্তবায়ন হয় না। তবে জনপ্রতিনিধিদের আচরণ দিয়ে উপকারভোগীর সন্তুষ্টি অর্জন করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে খেয়াল রাখতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে জনগণ তত সেবা পাবেন। স্থানীয় সরকারের সকল সুযোগ-সুবিধা যেন জনসাধারণ নিশ্চিতভাবে পায় সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
চুয়াডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবসটির আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সমাপ্তি হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দিন মন্জু, সদর উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ, এলজিইডির সহকারী প্রকৌশলী অপু রায়, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আবেছ উদ্দিন ও চুয়াডাঙ্গার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক সজিবুল ইসলাম, শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম সুজন, পদ্মবিলা ইউপি মেম্বার আব্দুর রাজ্জাক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী সাকিব বিশ্বাস, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী মাহমুদা হাসান আনাফি প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তাওহীদ আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশীদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, আলমডাঙ্গা পৌরসভার সচিব রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শামীমা সুলতান, ছাত্রপ্রতিনিধি রাকিব আহমেদ, সাকিব, আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ইছাহক আলী, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিউল হুদাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী।
কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শামসুল আলম, সিনিয়র সহ-সভাপতি করম আলী মেম্বার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন খসরু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল কাদের, বিএনপি নেতা সাজিবর রহমান মেম্বার, আব্দুল মালেক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন, যুবদল নেতা কবির, প্রশাসনিক কর্মকর্তা শাহাবুবুর রহমানসহ সকল ইউপি সদস্য। আলোচনা সভা শুরুর আগে কার্পাসডাঙ্গা বাজারে একটি র‌্যালি বের করা হয়। অনুষ্ঠান শেষে ২ হাজার পিচ সিরিঞ্জ বিতরণ করা হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, এলজিইডির সহকারী প্রকৌশলী সালাউদ্দিন শাহীন প্রমুখ। এদিকে এর আগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে মেহেরপুরে একটি র‌্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তরিকুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার হযরত আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা জি এম ওবায়দুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মনসুর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফারুক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগদান করেন। উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডলের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভা ও র‌্যালিতে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লালটু মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মাহাবুবুল হক মন্টু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফেরদৌস আরাসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী এবং সকল ইউনিয়ন পরিষদের সচিব, কম্পিউটার অপারেটর, গ্র্রাম পুলিশের সদস্য ও স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ।