জনসচেতনতা বৃদ্ধিতে মেহেরপুর জেলা পুলিশের লিফলেট বিতরণ

 

মেহেরপুর অফিস ঃ মহামারী করোনা ভাইরাস থেকে সচেতনতা বৃদ্ধিতে বাজারে লিফলেট বিতরণ করেছে মেহেরপুর জেলা পুলিশ। গতকাল বুধবার বেলা ১২টার দিকে মেহেরপুর শহরের বড়বাজারে দোকানদার ও ক্রেতাদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপার এস.এম মুরাদ আলীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুর আলম, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন, ডিবি’র ওসি জুলফিকার আলী, ডিআইও ওয়ান ফারুক হোসেন, ট্রাফিক ইনচার্জ ইসমাইল হোসেন সহ থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪ টার বাইরে দোকান না খোলা, মার্কেটে সামাজিক দুরত্ব বজায় রাখা, পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা রেখে কেনাকাটা করতে পরামর্শ দিতে এ কার্যক্রম। এ সময় দোকানদারসহ ক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনা চলার জন্য অনুরোধ করা হয়।

Comments (0)
Add Comment