জীবননগরের বিভিন্ন স্থানে খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের অভিযান
জীবননগর ব্যুরো: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে তিন ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাঁকা, মাধবপুর ও নারায়ণপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এর মধ্যে হিরো ব্রিকস্কে দুই লাখ টাকা, অনিক ব্রিকস্কে দুই লাখ টাকা ও এমএআর ব্রিকস্কে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক তিনটি ভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটা মালিককে অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ ইট তৈরিতে নির্দেশনা দেয়া হয়েছে। মমতাজ বেগম আরও বলেন, ভাটাগুলো অবৈধ ছিল। সেখানে কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছিলো। এটি আইনত দ-নীয় অপরাধ। অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেয়ার সিদ্ধান্ত ইটভাটা মালিক সমিতিকে জানালে তারা শনিবার থেকে ইট কাটা বন্ধ করে দিয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ইট গোছানোর জন্য সময় নিয়েছেন, সেজন্য তাদের সময় দেয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক নাইম হোসেন।