চুয়াডাঙ্গা ৫৩তম জাতীয় আন্তঃস্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়ার প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ৫৩তম জাতীয় অন্তঃস্কুল মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালক বিভাগের ক্রিকেট প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার দিল আরা চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নূর হোসেন, ডা. টিপ্পন, জেলা শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির সভাপতি ও আলমডাঙ্গা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোহাম্মদ আলী সিদ্দিক বাবলু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ক্রিকেটার রিমন ম-লসহ জেলা শিক্ষা অফিসের কর্মকর্তাগণ। জেলা পর্যায়ের খেলার উদ্বোধনী দিনে জেলা শহরের তিনটি ভেনুতে একযোগে ৩টি ইভেন্টের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালকদের ক্রিকেট প্রতিযোগিতা, চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় মাঠে বালক একক-দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালকদের ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এ খেলায় বালক ক্রিকেটে আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়র হবার গৌরব অর্জন করায় আলমডাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। ব্যাডমিন্টন একক ও দ্বৈত বিভাগে আলমডাঙ্গার খেলোয়াড়রা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তবে বালক ভলিবল প্রতিযোগিতায় দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের কাগজপত্র যাচাই-বাছাইয়ে বাইলজ অনুযায়ী কিছুটা অমিল ধরা পড়া ও ভলিবল খেলোয়াড়দের অ-খেলোয়াড় সুলভ মনোভাবের কারণে গতকালের ভলিবল প্রতিযোগিতা সাময়িক স্থগিত রাখা হয়েছে। এ বিষয়টি নিয়ে আজ রোববার আপিল কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে।