স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ফিরে পেলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। গতকাল মঙ্গলবার সুগ্রিম কোর্টের চেম্বারে জজ আদালতের বিচারক বিচারপতি ইনায়েতুর রহিমের আদালতে আপিল শুনানী শেষে এ আদেশ দেন। চুয়াডাঙ্গা-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়পত্র জমা দেন মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু। গত ৪ ডিসেম্বর মনোনয়পত্র বাছাইকালে মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টুর মনোনয়নপত্র ১ ভাগ ভোটারের ত্রুটির কারণে বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এরপর নির্বাচন কমিশনে আপিল করেন তিনি এবং সেখানেও মনোনয়নয়পত্র বাতিলের আদেশ বহাল রাখেন। মনোনয়নপত্র ফিরে পেতে তিনি হাইকোর্ট বিভাগে আপিল করেন এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে তার মনোনয়নপত্র বহাল রাখার আদেশ দেয়া হয়। এ ব্যাপারে জানতে চাইলে মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু জানান, তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। মানুষের অফুরন্ত ভালোবাসা আর দোয়ার বরকতে আমি শেষ পর্যন্ত আাইনী লড়াই চালিয়ে আমার প্রার্থীতা ফিরে পেয়েছি। এ বিজয় আপনাদের, এ বিজয় চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের জনগণের। তিনি আরো জানান, আপনারা আমার প্রার্থীতা ফিরে পাওয়া নিয়ে আজ অবধি ধৈর্য্যরে সাথে আমার পাশে থেকেছেন। আমার পক্ষে থেকেছেন। হাজার প্রলোভনেও আপনাদের নীতি নৈতিকতা বিসর্জন দেননি। আমি শিগগিরই আসছি আপনাদের সাথে মতবিনিময় ও মোলাকাতে। আগামী ৭ জানুয়ারি আমাদের এ ধৈর্যের বিজয় হবে। সে বিজয় হবে আপনাদের। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা ছিলো, আছে আর আগামীতেও থাকবে। আমি আপনাদের সন্তান। আপনারাই আমার নেতা, আমার অভিভাবক ও আমার পথ প্রদর্শক।
প্রসঙ্গত: বীর মুক্তিযোদ্ধা মীর্জা শাহরিয়ার মাহমুদ লন্টু দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের মীর্জা ময়েজ উদ্দিন আহমদের ছেলে এবং চুয়াডাঙ্গা-২ আসনের সাবেক সংসদ সদস্য মীর্জা সুলতান রাজার ছোট ভাই। তিনি ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী।