চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ছেলুন জোয়ার্দ্দারকে শুভেচ্ছা জানালেন রাজ্জাক খান রাজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিজয়ী প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি। ভোট শেষে আবার সবাই একপ্লার্টফর্মে একতাবদ্ধ হয়ে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছেলুন জোয়ার্দ্দারের ঢাকাস্থ বাসভবনে ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তারা পরস্পর দুজনকে মিষ্টি খাইয়ে দেন। রাজ্জাক খান বলেন-দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে পুনঃনির্বাচিত হওয়ায় বর্ষীয়ান নেতা আমার পরম শ্রদ্ধেয় সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই। সেইসাথে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার সকল উন্নয়নে আমরা একসাথে কাজ করবো। তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশে ভোট করেছি। ভোটের মাঠে ব্যাপক সাড়া পেয়েছি। হার-জিত থাকবেই। তাই বলে সম্পর্ক ছিন্ন হবে এটা হয় না। আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো। স্মার্ট বাংলাদেশ ও আগামী দিনে একসাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়বো। জানা গেছে, ৭ জানুয়ারি চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীকে ৯৬ হাজার ২৬৭ ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো চুয়াডাঙ্গা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম.এ রাজ্জাক খান রাজ সিআইপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্রিজ মার্কা প্রতীক নিয়ে ৫৯ হাজার ১৮০ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন।