চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. রাসেলের গণসংযোগ জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকলের নিকট দোয়া প্রার্থ

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেলের গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়মাইল বাজার, দশমাইল বাজার গণসংযোগ শেষে কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি কুতুবপুর ইউনিয়ন আমির খবির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আমির বিলাল হোসাইন, নায়েবে আমির মাওলানা আব্দুর কাদের মল্লিক, নায়েবে আমির আব্দুল জব্বার, শিবির সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম ও ইউনিয়ন সেক্রেটারি মহরম মুন্সি। গণসংযোগকালে তিনি বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনভাবে যে দেশ পেয়েছি, যাদের মাধ্যমে এই দেশ পেয়েছি তাদের ধন্যবাদ জ্ঞ্যাপন করছি। স্বাধীন হওয়ার পর আমরা প্রকৃত স্বাধীনতা পাই নাই। বিগত দিনে শাসকরা বিভিন্ন আশার প্রলোভন দেখিয়ে কোটি কাটি টাকা লুটপাট করে বিদেশে বেগমপাড়া গড়ে তুলেছে। আমরা দেখেছি তাদের সন্তান স্ত্রীদের বিদেশে পাঠিয়ে দিয়ে তারা সম্পদ আহরণের একটি জায়গা তৈরি করেছে। তারা ৭১ এর চেতনা বিক্রি করে সোনার বাংলা গড়বে বলে মানুষকে স্বপ্ন দেখিয়ে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন বিদেশে। এটা আর হতে দেয়া হবে না। তিনি বলেন, যদি জবাব দিহিতার ভয় থাকতো তাহলে ফ্যাসিবাদ ও তাদের দোসররা এভাবে কোটি কোটি টাকা লুট করে পালিয়ে যেত না। তিনি বলেন, যারা আমরা দেশ পরিচালনা করি তাদের যদি জবাব দিহিতার ভয় থাকতো তাহলে দেশকে বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে হবে না। আমি চুয়াডাঙ্গা জেলায় ছোট বেলা থেকে বড় হয়েছি তাই সর্বসাধারণ মানুষ আমাকে চেনে ও জানে এবং আগামী জাতীয় নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমি সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।